ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও তাঁর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে নগরীর সাহেবাজার জিরোপয়েন্টে বাংলাদেশ আহেলেহাদীস জামা’আত ও বাংলাদেশ আহেলেহাদীস ছাত্রসমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তরা ফ্রান্সে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ (সা.) এর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এছাড়া মহানবী (সা.) এর অবমাননাকারীদের বিরুদ্ধে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোনের বিচার দাবি করা হয়।