ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে ১০০ মিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থান দিয়ে শুক্রবার থেকে বুদ বুদ করে গ্যাস বের হওয়া শুরু হওয়ায় জনসাধানের মধ্যে আতঙ্ক শুরু হয়েছিল।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের প্রত্যক্ষ ভূমিকায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের সহযোগীতায় শনিবার বিকাল থেকে গ্যাস লাইনের সংস্কার কাজ শুরু করে।
রবিবার তারা গ্যাস লাইনের পাইপের লিকেজ অংশ শনাক্ত করে। পরবর্তীতে দুপুর ২ট থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ রেখে লাইন সংস্কারে কাজ করেন। বিকাল সাড়ে ৪টায় লিকেজের কাজ সম্পন্ন হয়।
বাখরাবাদ গ্যাসের ফেনী অফিসের ব্যবস্থাপক মোঃ সাহাব উদ্দিন জানান, গ্যাস পাইপ লিকেজের কাজ বিকাল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। জেলার যেখানেই পাইপ লিকেজ আছে সেখানেই দ্রুততার সহিত কাজ করা হবে।