৩ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প।
করোনা পরবর্তী সময়ে নারী ক্রিকেট দলের এটিই প্রথম ট্রেনিং ক্যাম্প। নিয়মিত ক্রিকেটাররা ছাড়াও আছেন মোট ২৯ জন নারী ক্রিকেটার। সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে মাস ব্যাপী হবে এই ক্যাম্প। ২৯ জন ক্রিকেটাদের দুই ভাবে ভাগ করে ৫টি টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ আয়োজন করা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মার্চের শেষ ভাগে ৫ ম্যাচের ওয়ানডে খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।