ads
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (১৬ মার্চ) রাতে রাজধানীর ঢাকার শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি ফরহাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকার মৃত হামিজ উদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তার বিরুদ্ধে ডাসার ও কালকিনি থানায় তিনটি মানবপাচারের মামলা রয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানোর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপলপুর এলাকার মনির হোসেন (২৪) নামে এক যুবককে ইতালির ভিসা দিয়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখায় অভিযুক্ত আসামি ফরহাদ মাতুব্বর। প্রলোভনে পরে ওই যুবকের পরিবার দালাল ফরহাদকে প্রায় ১৭ লাখ টাকা দেয়। চুক্তি অনুযায়ী আসামি ওই যুবককে গত বছরের ১৩ মার্চ বাড়ি থেকে ইতালির উদ্দেশে ঢাকায় নিয়ে আসেন। তার তিনদিন পরই তাকে সরাসরি ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়া পাঠায়।

পরে ওই যুবককে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় দালাল চক্র। এরপরে ওই যুবকের পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার মুক্তিপণের জন্য আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। লিবিয়াতে নির্যাতনের শিকার ওই যুবকের বাবা ইউনুছ খন্দকার তার ছেলের সন্ধান চেয়ে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কালকিনি থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরকে।

পরে র‍্যাব-৮ ক্যাম্পের সদস্যরা বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। সবশেষ ১৬ মার্চ র‍্যাবের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে প্রধান আসামি ফরহাদ ঢাকায় অবস্থান করছে। পরে র‍্যাব-৩ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ইউপি সদস্য ফরহাদকে গ্রেপ্তার করা হয়। সোমবার আসামিকে ডিএমপি’র শাহজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘মামলার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে একটি যৌথ আভিযানিক দল মানবপাচারে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তার আসামি ডাসার ও কালকিনি উপজেলা থেকে বহু যুবককে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের লিবিয়া আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ আদায় করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছেন। তার এই চক্রে আরও যেসব আসামি রয়েছে, তাদের ধরতেও র‍্যাবের গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102