মানব সম্পদ সূচকে ১২৩তম অবস্থানে বাংলাদেশ। বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বছর ব্যবধানে পিছিয়েছে ১৩ ধাপ।
২০১৮ সালে শূন্য দশমিক ৪৮ পয়েন্ট ছিলো বাংলাদেশের। তবে এবার তা নেমে এসেছে শূন্য দশমিক ৪৬ পয়েন্টে। তবে কোভিড নাইনটিনের ধাক্কায় বাংলাদেশের অবস্থা আরোও খারাপ হবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।
মহামারির আগে দেশে খর্বাকৃতির শিশু ছিল ৩১ শতাংশ। কিন্ত এই ধাক্কায় তা আরও ১ দশমিক ৮৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০১৮ সালে ১৫৭ দেশের মধ্যে মানবসম্পদ বিষয়ক জরিপ পরিচালনা করে বিশ্বব্যাংক। এবার সে সংখ্যা বাড়িয়ে জরিপ চালানো হয়েছে ১৭৪টি দেশে।