পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচ থেকে সদ্য জন্মগ্রহণ করা এক নবজাতকসহ ভারসাম্যহীন মাকে উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতুর নিচে নদীর পাড় থেকে ওই নবজাতক শিশুসহ ভারসাম্যহীন মাকে উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ জানায়, ওই ভারসাম্যহীন মা বিকেলে করতোয়া সেতুর নিচে নবজাতকের জন্ম দিতে দেখে স্থানীয়রা পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে মা ও নবজাতক শিশু সুস্থ রয়েছে।