মানিকগঞ্জের শিবালয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, সন্ধ্যায় চার বছরের হৃদয় ও ছয় বছরের রাতুল বাড়ির পাশে খেলছিল। এসময় বাড়ির সকলের অজান্তে পাশে বেধে রাখা ভেলায় চড়তে যায় হৃদয়। এতে সে পানিতে পড়ে যায়। হৃদয়কে তুলতে যায় রাতুল। এতে দুইজনই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা রাত ৭টার দিকে পানিতে খোঁজে দুই জনকেই মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
নিহতদের প্রতিবেশী আব্দুল করিম বলেন, হৃদয় ও রাতুল তারা দুই চাচাত ভাই। তাদের দুইজনেই পিতা প্রবাসী। তারা বাহরাইন থাকে।
শিবালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, নিহত হৃদয় ও রাতুল উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামের বাসিন্দা। শিশু হৃদয় বাহরাইন প্রবাসী আখের আলীর ছেলে ও রাতুল আখের আলীর ছোট ভাই বাহের আলীর ছেলে। সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।