মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিশু মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুর নানী জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ৪৫ বছরের এক ব্যক্তি তার শিশু নাতনিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বাড়িতে এসে ওই শিশু কান্না করতে থাকে। এর কারণ জানতে চাইলে ওই শিশু নির্যাতনের ঘটনা বর্ণনা করে।
তিনি জানান, ওই দিন দুপুরের দিকে অভিযুক্ত জামিরের বাবার কাছে অভিযোগ করলে তিনি বিচারের আশ্বাস দেন। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে জানান। তার পরমর্শ অনুযায়ী তার নাতনিকে গতকাল (মঙ্গলবার) দুপুরে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা আরশাদ উল্লাহ গণমাধ্যমকে জানান, নির্যাতনের শিকার ওই শিশুকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বুধবার) আবাসিক মেডিক্যাল কর্মকর্তা তার মেডিকেল পরীক্ষা করবেন বলে জানান তিনি।