মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলাবাজ তামান্না শিরিনকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে খলিলুর রহমান নামের এক দিনমজুরের মরদেহ নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, তামান্না শিরিন নামের এক কলেজ শিক্ষক মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে এলাকার অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে। তার অত্যাচারে অতিষ্ট ভুক্তভোগীরা থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রেখেছেন ওই কলেজ শিক্ষক।
সবশেষ তার দায়ের করা একটি মামলার জামিন নিতে যাওয়ার সময় কালীগঞ্জের কাশীরাম গ্রামের দিনমজুর খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল মারা যান। মরদেহ বাড়িতে আসার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে সেখানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।