ads
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

মাস্ক পরা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা ভুয়া তথ্য !

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫ বার পঠিত

করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা জরুরি। তবে মাস্ক পরার কারণে অক্সিজেন স্বল্পতায় মৃত্যু হতে পারে এমন ভুল ধারণা রয়েছে অনেকেরই।
এমনকি মাস্কের স্বাস্থ্যঝুকিসহ নানা ভুয়া তথ্য দিয়ে নানা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে বেড়াচ্ছে অহরহই। যদিও এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার প্রকোপের শুরু থেকেই মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে হলে পরতে হবে মাস্ক। তবে এ নিয়েও নানা ভুল তথ্য আর অপপ্রচার ছড়িয়ে পড়েছে ফেসবুক, হোয়াটসএপের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হয়, মাস্কের ভেতর শ্বাস-প্রশ্বাসের সাথে নির্গত কার্বন-ডাই-অক্সাইড আটকা পড়ে। দীর্ঘক্ষণ ধরে মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে বলেও দাবি করা হয় এসব পোস্টে। কোনরকম প্রমাণ ছাড়াই লাখ লাখ বার শেয়ার হয়েছে এসব অপপ্রচার।

মাস্ক পরা স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন কণা অতি ক্ষুদ্র হওয়ায় তা সহজে মাস্কের ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ঘণ্টার পর ঘণ্টা মাস্ক পরে থাকেন। দীর্ঘ সময় ধরে মাস্ক পরার কারণে তাদের কোন শারীরিক জটিলতা দেখা দিয়েছে এমন প্রমাণ পাওয়া যায় নি।

এছাড়া এন নাইন্টি ফাইভ মাস্ক পরা স্বাস্থ্যকর্মীদের ওপর গবেষণায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কোন প্রমাণ পাওয়া যায় নি। তাই মাস্ক পরার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে মানতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ১৬:২৬
  • ১৮:১১
  • ১৯:২৪
  • ৬:০৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102