হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও তার বন্ধু একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি গ্রামে ডাকাতি করতে গিয়ে জনৈক ব্যক্তির স্ত্রী (৪৫) ও তার কন্যা (২৫) এর মুখে কাপড় বেধে ধর্ষণ করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রবিবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এদিকে ভিকটিম মা-মেয়েকে মেডিক্যাল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।