দুই হাজার টাকা মুচলেকায় আগামীকাল (মঙ্গলবার) নির্বাহী হাকিম আদালতে আত্মসমর্পণের শর্তে কবি-নির্মাতা টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) নিউমার্কেট থানা থেকে আদালতে নেওয়া হয় টোকন ঠাকুরকে। এরপর দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদলত।
আরও পড়ুন: অনুদানের সিনেমা নিয়ে অনিয়ম, নির্মাতা গ্রেফতার
অনুদানের টাকায় সিনেমা বানাতে না পারায় অর্থ আত্মসাৎ মামলায় রোববার রাতে নিউ এলিফ্যান্ট রোডের বাসা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করা হয়।
২০১১-২০১২ অর্থবছরে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের অনুমোদন পান চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা তুলতে পেরেছেন তিনি। কিন্তু সিনেমা নির্মাণ শেষ করতে পারেননি তিনি। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়।
পুলিশ জানায়, ওই মামলায় ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।