মুন্সিগঞ্জের করোনাজয়ী ৫২ পুলিশ সদস্য প্লাজমা দিতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে তারা রক্তের করোনা প্রতিরোধী উপাদান ‘প্লাজমা’ দিতে বাসে করে রওনা হন।
মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স থেকে রওনা হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ইন্সপেক্টর, ৫ জন এসআই, ৮ জন এএসআই, একজন নায়েক এবং ৩৭ জন কন্সটেবল রয়েছেন।
সহকারী পুলিশ সুপার মো. নাজমুর রায়হান তাদের এ রওনা প্রস্তুতি তদারকি করেন।
সারাদেশে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা যাতে দ্রুত ও সহজে প্লাজমা পেতে পারেন সেই লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান পুলিশ সুপার আব্দুল মোমেন।
এর আগে মঙ্গলবার ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা প্রদান শেষে কর্মস্থলে ফিরেছেন।