ads
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ: নিহত বেড়ে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৬ বার পঠিত

মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। তারা হলেন ইমন পাঠান, মাহবুব হোসেন সাকিব ও আওলাদ হোসেন মিন্টু প্রধান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল মোমেন।

মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকার কিশোর-তরুণদের কয়েকটি দল আছে। আধিপত্য নিয়ে দলগুলোর মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে।

বান্ধবীকে উত্ত্যক্ত করা নিয়ে বুধবার বিকেলে সৌরভ ও অভিদের সঙ্গে ইমন ও সাকিবদের কথা-কাটাকাটি হয়। এসময় উভয়পক্ষ হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে। বিরোধ মিমাংসায় রাত সাড়ে ১১টায় সালিশে বসে দু’পক্ষের লোকজন। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন, সাকিব ও মিন্টু প্রধান। পরে, আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিক্যালে নেয়ার পথে সাকিবের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টু।

নিহত ইমন উত্তর ইসলামপুর এলাকার মোঃ কাসেম পাঠানের ছেলে ও সাকিব একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহত ইমন হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা একজন কৃষক। একই কলেজের দ্বাদশ শ্রেণি পড়ুয়া নিহত সাকিবের বাবা একজন অটোরিকশা চালক ও মা একটি অফিসে চাকরি করেন। নিহত মিন্টু মৃত আনোয়ার আলীর ছেলে ও গেল পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী।

বুধবার(২৪ মার্চ) রাত ১১ টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আব্দুল মোমেন । তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, “সালিশে বৈঠকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।”

তিনি জানান, পেটে ও বুকে জখম ইমন পাঠানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পেটে ও বুকে জখম সাকিব হোসেনকে ঢাকায় নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। বুকে ও শরীরে আঘাতপ্রাপ্ত আওলাদ হোসেন মিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এদিকে, মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102