দেশে করোনার ভারতীয় ধরণ ছড়ায় সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। সোমবার সকাল ৬ টা থেকে চলবে ৭ দিনের কঠোর লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস।
নির্দেশনা পালনে গতবারের চেয়ে পুলিশ এবার আরও কঠোর হবে। বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে শনিবার (২৬ জুন)।
মুভমেন্ট পাসের বিষয়ে শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানায় পুলিশ সদর দফতর।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা জানান, লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ থাকবে সেগুলো বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ পুলিশ। আপাতত আগের মতোই মুভমেন্ট পাস নিতে হবে।
তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত যানবাহন চলাচল। লকডাউনের সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে এর আওতা বহির্ভূত থাকবে গণমাধ্যম। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।