সারাবিশ্বেত মুসলিম উম্মাহকে সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই- তাসলিমা।
বুধবার (১০ এপ্রিল) তিনি এ শুভেচ্ছা জানান তিনি।
আনোয়ার-ই-তাসলিমা বলেন, প্রিয় মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবো। ঈদে দূর হয়ে যাক সকল মান অভিমান, রাগ, ক্ষোভ। ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।
তবে দেশের বাড়িতে যারা গিয়েছেন বা যারা স্ব স্ব বাসাতে আছেন, তাদের প্রতি অনুরোধ, ঈদ উপলক্ষে আপনার সোনার ছেলেকে বাইক তুলে দেওয়ার আগে অবশ্যই সতর্ক করে দিবেন। জীবন আগে, গতি নয়৷ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।