শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর পৌর এলাকার মোবারকপুর মহল্লায় খেলতে গিয়ে মৃগী নদীতে পড়ে হেনা আক্তার নামে সাত বছরের এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুর সন্ধান পায়নি।
নিখোঁজ ওই শিশু শেরপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মোবারকপুর মহল্লার আব্দুল হাই মিয়ার কন্যা।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে মৃগী নদীতে অন্য শিশুর সাথে খেলতে যায় হেনা। খেলতে খেলতে দুই শিশুই পানিতে হঠাৎ পড়ে যায়। হেনার মা লাভলী বেগম দৌড়ে এসে অন্য শিশুটিকে তুলতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে যায় হেনা।
শেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার লুৎফর রহমান জানান, খবর পেয়ে ময়মনসিংহ হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। আমরা সন্ধ্যার পর পর্যন্ত নদীতে শিশুর সন্ধান করেছি। তবে শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি।
সদর থানার সাব-ইন্সপেক্টর সুরেশ রাজবংশী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের সাথে আমরা উপস্থিত থেকে উদ্ধার অভিযানে সহায়তা করেছি।