গাজীপুরের কাশিমপুরে মোবাইল চুরির অপবাদে মারপিট, অতঃপর নিজ ঘর থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাশিমপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুবে খোদা শুক্রবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে গেল রাতে কাশিমপুর থানায় বাড়িওয়ালা সোহেল রানা ও স্থানীয় মনির হোসেনকে আসামি করে এ মামলা করেন বলে জানান তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
নিহত মুকুল মিয়া জামালপুর সদর থানার তারাভিটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরের জরুন দক্ষিণপাড়া এলাকায় সোহেল রানার বাড়িতে বাসা ভাড়ায় থেকে স্থানীয় ইসলাম গার্মেন্টে চাকরি করতেন। বুধবার রাতে স্থানীয় মনির হোসেন ও বাড়ির মালিক সোহেল রানা মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ মুকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।