রাজধানীতে একটি ভাঙারির দোকানে আগুনে সাতজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরে চাঁদ উদ্যানের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙারি দোকানটিতে কাজ চলা অবস্থায় হঠাৎ করেই বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা মালিক ও তিন কর্মচারী মারাত্মক দগ্ধ হন। বিস্ফোরণে পাশের দোকানেও আগুন লেগে সেখানে থাকা তিনজনও দগ্ধ হন। তবে ভাঙারি দোকানে থাকা ৪ জনই বেশী দগ্ধ হয়েছেন। তবে তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন চিকিৎকরা তা এখন জানাতে পারেননি।
ধারনা করা হচ্ছে, ভাঙারি দোকানে মেশিন দিয়ে কাজ করার সময় গ্যাস জাতীয় কোনো বোতল দিয়ে বিস্ফোরণটি ঘটতে পারে।
এ ঘটনায় দগ্ধদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিবেশ।