নিখোঁজের চৌদ্দ ঘণ্টা পর একটি চা-বাগান এলাকা থেকে শ্রীমঙ্গল সরকারি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা এখনো কিছু বলেনি পুলিশ।
রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানিয়েছেন, শ্রীমঙ্গল শহরের উত্তর ভাড়াউড়া এলাকার কল্যাণ দেবের সন্তান স্বাক্ষর শনিবার বিকাল ৪টায় দিকে তার বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার বাবা-মা দুজন অনেক খোঁজাখোঁজির পর কোন সন্ধ্যান না পেয়ে রাতেই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) সকালের দিকে লাখাইছড়া চা-বাগান এলাকা থেকে চা শ্রমিকরা খবর দেয় একটি মোটরসাইকেলের পাশে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্বাক্ষরের মরদেহ শনাক্ত করে।
তদন্তের আগে পুলিশ এ ব্যাপারে কোন কিছু বলতে নারাজ। স্বাক্ষর শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাবাও একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।