মৌলভীবাজারে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (৭ই নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা সমবায় ও সমবায়ীবৃন্দ আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া, জেলা সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামসহ সমবায়ীরা। জেলার বিভিন্ন সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমবায় ধারণা অন্যতম। গ্রামকে শহরে পরিণত করতে এবং গ্রামীন অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় হতে পারে বিকল্প ব্যবস্থা। বর্তমান সরকারের সুবিধা গ্রহন করে সমবায় কাযক্রমকে এগিয়ে নিতে সবাইকে সততা ও নিষ্টার সাথে কাজ করার আহবান জানান তিনি।