ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের দাফন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৭ বার পঠিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জেলার ঈদগাহ মাঠে জানাজা শেষে শহরতলির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে তিনি রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান।

তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

মৌলভীবাজারের মাটি ও মানুষের প্রিয় বর্ষীয়ান রাজনৈতিক এ নেতার জানাজা মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল চারটায় মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।পরে শহরতলির গুজাইরাই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে এ বীরমুক্তিযোদ্ধাকে পুলিশের চৌকস একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করে। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন কঠোর অবস্থান নেয়। অনেকেই প্রশাসনের এ নির্দেশনা মানতে দেখা গেছে। প্রিয় নেতাকে সম্মাননা জানাতে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর ডাকে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান তিন ঘণ্টা বন্ধের কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল দশটায় ঢাকা থেকে আজিজুর রহমানের মরদেহ বহনকারী গাড়িটি যখন শহরতলি নিজ গ্রামের বাড়ি গুজাইরাই এসে পৌঁছায়।

এসে পুলিশ প্রশাসনের একটি চৌকশ দল বীর এ মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। জানানো শেষে তার মরদেহ নিজ গ্রাম গুজাইরাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102