মৌলভীবাজার জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান- ১ তরফদার রিজুয়ানা ইয়াসমিনকে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। এ প্রজ্ঞাপনে উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান মৃত্যু বরণ করায় এ পদ শূন্য হয়ে পড়েছিলো।