ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার অন্যতম আসামি খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (২৪শে অক্টোবর) ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ হাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো।
এর আগে এ মামলার প্রধান আসামি রিয়াদের তিনদিনের রিমান্ড শেষ হলেও বাকি তিন আসামি জাহাঙ্গীর, রাসেল ও মজিবুরের দুইদিন করে রিমান্ড শুরু হয়েছে আজ থেকে।
অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আজও গৌরীপুর মধ্যবাজার হারুন পার্ক এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গত ১৭ই অক্টোবর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার তিনদিন পর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা রিয়াদসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের ছোট ভাই।