যশোর নতুন করে আরও ৬৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পরীক্ষায় সোমবার রাতে যশোরের ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের নমুনায় করোনা ধরা পড়ে।
জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৭৩ জন সুস্থ্য হয়েছেন। করোনায় মারা গেছে ৩৩ জন।