মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতা রাসেল হাওলাদারের ওপর হামলার ঘটনায় পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাসেলের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় এজাহার দায়ের করা হয়। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে।
মামলার বিবরণে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে একটি আলোচনা সভায় অংশ নেন পৌর যুবলীগ নেতা রাসেল হাওলাদারসহ বেশ কয়েকজন। পরে সেখানে গিয়ে পৌর মেয়র এনায়েত হোসেনসহ ৮ জন অতর্কিত হামলা চালায়। এতে যুবলীগ নেতা রাসেল ও ফরিদ বয়াতী গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাসলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, যুবলীগ নেতাদের উপর হামলার ঘটনায় পৌর মেয়র এনায়েত হোসেনসহ ৮ জনের নামে থানায় মামলা হয়েছে। পৌর মেয়র মামলার ২নং আসামী। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।