এমপি পাপুল ও তার স্ত্রীসহ ৮ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের করা মানিলন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত মামলায় ৬১৭টি ব্যাংক হিসাব এবং ৯২টি তফসীলিভুক্ত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত।
এর পরপরই আদালতে আত্মসমর্পণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম।
রোববার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তারা।