বরিশালের বানারীপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।
ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবি করছিলেন স্বামী রাসেল। গতকাল চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হলে হ্যাপীর বাম পায়ের রগ কেটে দেন রাসেল ও তার বাবা।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুজন। আহত হ্যাপীকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।