রংপুরের বদরগঞ্জে নারীকে ধর্ষণের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- দুইয়ের বিচারক এই রায় দেন। তবে মামলার আসামি রেদওয়ান পলাতক রয়েছেন।
২০০৪ সালে বদরগঞ্জ থানায় নির্যাতিতার পরিবার মামলাটি করে। দীর্ঘ ১৬ বছর পর মামলার রায় ঘোষনা করা হলো।
রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের ২রা মার্চ বদরগঞ্জের কালুপাড়ায় ওই নারী ধর্ষণের শিকার হন।