৪৩৩ মিলিমিটার বৃষ্টিতে পুরো নগরীতে জলাবদ্ধতা।
রংপুরে ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে পুরো নগরী।
এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে ভারি বৃষ্টিতে নগরীর মূল সড়কের পাশাপাশি শাখা সড়ক ও বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। জাহাজ কোম্পানি মোড়, গ্রান্ড হোটেল মোড়, মিস্তিরি পারা, খলিফা পাড়া, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমেছে।
হঠাৎ করেই এমন বৃষ্টি হওয়ায় পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতে। চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।