নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোসা. হালিমা খাতুন নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর মঙ্গলবার সারাদিন রহনপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের স্লুইচগেট, ১নং ওয়ার্ডের তেঁতুলমোড়, তুলা পট্টি মার্কেট, জনতা ব্যাংক মার্কেট, তরকারি বাজার, মাছ বাজার, কলা পট্টি, স্বর্ণকার পট্টি, ৪নং ওয়ার্ডের বাগান পাড়া, হামিদ পাড়াসহ বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গণসংযোগ করা হয়।
এ সময় হালিমা খাতুন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা ভোটারদের সরাসরি জানান। লিফলেটও বিতরণ করেন হালিমা খাতুনের ছেলে হিমেলসহ কর্মী সমর্থক বৃন্দ। নৌকা প্রতীকে ভোট দিতে এবং সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন একমাত্র নারী মেয়র প্রার্থী হালিমা খাতুন। – কপোত নবী।