নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে ১১ অক্টোবর রোববার রহনপুরের ৩টি ওয়ার্ডে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী হালিমা বেগম।
৩, ৪, এবং ৫ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট এবং নিজের জন্য দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন সমাজসেবক হালিমা বেগম।
হালিমা বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। এ ছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য।
ভোটকে সামনে রেখে গণসংযোগ কালে হালিমা বেগম জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা, দোয়া ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে হালিমা বেগম লিফলেটও বিতরণ করেন। এ সময় তার ছেলে হিমেলসহ অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। – কপোত নবী।