নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী মেয়র প্রার্থী মোসা. হালিমা খাতুনের গণসংযোগ অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর রোববার বিকেল ৪ টার দিকে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের উদয়নগর মহল্লাতে স্থানীয় নারী নেত্রী কর্মীদের নিয়ে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ করা হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনের ছেলে হিমেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোসা. হালিমা খাতুন রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের উদয়নগর মহল্লার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। গণসংযোগে লিফলেটও বিতরণ করা হয়।-কপোত নবী।