পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ মে) গভীর রাতে উপজেলার কাটাখালী হাইস্কুলে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী (খালাগা) গ্রামের বাসিন্দা মোছলেম সিকদারের ছেলে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওযার পথে মুদিমনোহারী ব্যবসায়ী মনির শিকদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ এখনও কলাপাড়া হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।