ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারির দিনই ধর্ষণের শিকার হলো মাত্র সাড়ে পাঁচ বছরের শিশু। রাজধানীর পল্লবীতে এ ঘটনায় জিয়াউর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। মৃত্যুদণ্ডের বিধান যোগ করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০ এর অধীনে এটিই প্রথম মামলা।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারির দিনই নির্যাতনের শিকার হলো মাত্র সাড়ে ৫ বছরের শিশু।
পরিবারের স্বজনরা জানান, গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিশুটিকে ধর্ষণ করে একই ফ্ল্যাটে সাবলেটে থাকা ২৯ বছর বয়সী জিয়াউর রহমান। এ সময় কাজের জন্য বাইরে ছিলো বাবা ও মা। কাজ শেষে ঘরে ফিরে মা শিশুটিকে দেখে তার স্বামীকে জানায়। এরপর বাড়ির পাশের বাজারে থাকা ধর্ষককে গণপিটুনি দিয়ে পল্লবী থানায় সোপর্দ করা হয়।
ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বলেন, আমি রিকশা চালাই। আর আমার স্ত্রী বাসাবাড়িতে কাজ করে। আমাদের ৭ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে। তাদের দুজনকে বাসায় রেখে আমরা স্বামী-স্ত্রী দুজনই কাজে বের হই।
পল্লবী জোনের এসি মো. শাহ কামাল জানান, মৃত্যুদণ্ডের বিধান যোগ করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০ এর অধীনেই মামলা করা হয়েছে।
এই মুহূর্তে শিশুটিকে বাবা মা’য়ের সঙ্গে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।