ads
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

রাজধানীতে ফিরছে মানুষ, ফেরিঘাটে যাত্রীদের ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৭ বার পঠিত

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রীতিমতো যুদ্ধ করে বাড়ি গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরছে মানুষ।

ফিরতি যাত্রায় মহাসড়ক ও ফেরিঘাটে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। এদিকে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে চলছে কিছু কিছু দূরপাল্লার বাস। অবশ্য এদের সড়কে আটকে দিচ্ছে পুলিশ।

ঈদের ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি গেছে, অনেকটাই সেভাবেই আবারও রাজধানীতে ফিরছে মানুষ।

রবিবার সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট দিয়ে ঢাকা ফিরছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। যাত্রী চাপ সামলাতে ১৮টি ফেরি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘাটে রাজধানীতে ফেরা মানুষের ভিড় যেমন বেড়েছে তেমনি অনেকেই আবার ঢাকা ছেড়ে যাচ্ছেন। তবে ঘাট এলাকা, ফেরি বা অন্যান্য যানবাহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

ঢাকামুখী মানুষের ভিড় বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটেও। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে রাজধানীতে ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। ঘাটে ১৫ টি ফেরি সচল থাকায় কোনও রকম দুর্ভোগ ছাড়াই ফিরছেন যাত্রীরা।

এদিকে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে চলছে দূরপাল্লার কিছু বাস। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে।

বাস চালকরা বলেন, ‘মাইক্রতে ১২ ছিটের গাড়িতে ১৮ জন করে বসায় নিয়ে যাইতেছে সেখানে কোন করোনা নেই। যত করেনাভাইরাস বাসে। আমরা পেটের দায়ে গাড়ি নিয়ে বের হয়েছি।’

মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। দীর্ঘদিন বাস চলাচল বন্ধ এবং অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে নিষেধাজ্ঞা অমান্য করেই বাস চালানোর কথা জানান চালকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102