রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রশিদ।
পুলিশ জানায়, বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায়, দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায়, স্থানীয় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় একটি গাড়িতে আগুন দেয়া হয়। আব্দুর রশিদের মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।
তবে, ঠিক কী কারণে এই সংঘর্ষ, সেটি তদন্ত করে দেখছে পুলিশ।