ads
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

রাজপথ অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৭ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের চৌমুহনা চত্বরে মজুরি বৃদ্ধিসহ শারদীয় দুর্গা পূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন প্রায় আধঘণ্টা আটকে থাকে।

এসময় পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, খাইছড়া বাগান পঞ্চায়েত সভাপতি পুস্প পাইনকা ও ডাকছড়া চা বাগান সভাপতি বেহুলা তাঁতি।

পরে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি দেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, আমরা গেলো দুই দিন দুই ঘণ্টা করে কর্মবিরতী পালন করেছি। কিন্তু আমাদের কর্মসূচি থেকে কোনও দাবি পূরণ তো দূরের কথা আমাদের সঙ্গে কোনও আলোচনাও করেনি তারা।

এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আমরা শহরের চৌমুহনায় বিক্ষোভ মিছিল করেছি।

প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি দিয়েছি। আমাদের দাবি না মানলে আমরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

এদিকে উপজেলা প্রাঙ্গণে চা শ্রমিকদের উদ্দেশে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আপনারা আমার কাছে প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া স্মারকলীপি তুলে দিয়েছেন।

আমি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করছি।

সরকার সবসময় চা শ্রমিকদের উন্নয়নে কাজ করছে।  চা শ্রমিকদের প্রতি অনুরোধ আপনারা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এভাবে ঝুঁকি নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই। যথাযথ কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি দেখবে বলে আশা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১২:১০
  • ১৬:২৭
  • ১৮:১৩
  • ১৯:২৬
  • ৬:০৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102