বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে অটো রিকশায় উঠিয়ে অভিযুক্তরা ওই চিকিৎসককে দল বেঁধে ধর্ষণ করে।
রাজবাড়ীতে চিকিৎসক ধর্ষণ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টায় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
রায়ে অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের রানা মোল্লা, হান্নান সরদার ও খানখানাপুরের মামুন মোল্লা। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, ২০১৮ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই চিকিৎসক। এ সময় দন্ডপ্রাপ্তরা তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার কথা বলে ব্যাটারি চালিত অটো রিকশায় উঠিয়ে মজলিশপুর নিহাজ জুট মিল এলাকায় বাঁশ ঝাড়ের মধ্যে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে।