রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পশিচম কল্যাণপুর জামে মসজিদসংলগ্ন এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জহুরা বেগম কল্যাণপুর এলাকার মহির উদ্দিন খানের স্ত্রী।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মো. লুৎফর রহমান জানান, সকালে নিজ বাড়ির সামনে পাটকাঠি শুকাতে দিয়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাস্তা পার হচ্ছিলেন জহুরা বেগম। এ সময় রাজবাড়ী থেকে দৌলতদিয়াঘাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।