রাজশাহী নগরীর ড্রেনে ভেসে যাচ্ছে টাকা। ৫ থেকে শুরু করে হাজার টাকার নোটও ভাসছে। হৈ হুল্লোর করে সেই টাকা সংগ্রহ করছেন জনগণ।
আজ শনিবার নগরীর শিরোইল এলাকায় রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে সড়কের পাশের প্রধান ড্রেনে এ ঘটনা ঘটে। এই টাকা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। তিনি বলেন, পুরোনো কাগজের ভেতর টাকা থাকতে পারে। কাগজগুলো ২০১০ সালের আগের। পচে গেছে। পোড়ানোর উপায় নেই।
তাই তারা কোনো কিছু খেয়াল না করেই প্রবাহমান ড্রেনে ফেলে দিয়েছেন। পরে ড্রেনে টাকা পেয়েছেন এলাকার লোকজন।