ads
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

রাজশাহীর পাঁচ জেলায় ৭০ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কোনো করোনা আক্রান্ত রোগী মারা যাননি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১০ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯০০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১২ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৩৫ জন, সিরাজগঞ্জে ১৯ জন ও পাবনায় ৩ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে এদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি আরো জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৩০ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় একহাজার ২৩৮ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে একহাজার ৪১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৭ জন ও পাবনায় ১ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮৫ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৩ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫ হাজার ২৬৮ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৬৬৯, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৯৭ জন, নাটোরে ৭৩০ জন, জয়পুরহাট ৪৪৫ জন, বগুড়ায় ৬ হাজার ২৫৪ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪৮৩ জন ও পাবনায় ৯৬৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102