ads
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

রাজশাহীর সাত জেলায় ২৪ ঘণ্টায় ১৭৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১৭ বার পঠিত

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় নাটোরে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়াও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১৮ জন।

সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২১৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩১ জন।

দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯ জন, নওগাঁয় ৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ৯০ জন ও সিরাজগঞ্জে ১৯ জন। তবে পাবনায় এ দিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৮৩২ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৯৭ জন, নওগাঁয় ১ হাজার ৫৫ জন, নাটোরে ৬৬৮ জন, জয়পুরহাটে ৮৫৯ জন, সিরাজগঞ্জে একহাজার ৭৪৬ জন ও পাবনায় ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২১৭ জন। এরমধ্যে রাজশাহীতে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ৩ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১৩৩ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ হাজার ৪৩১ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে রাজশাহীর ২ হাজার ৩৩৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৯৭ জন, নওগাঁয় ৯২২ জন, নাটোরে ৩৫৮ জন, জয়পুরহাট ২১৭ জন, বগুড়ায় ৪ হাজার ৫৯৬ জন, সিরাজগঞ্জ ৮৪৩ জন ও পাবনায় ৭৬৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102