পুলিশি নির্যাতনে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় বহিষ্কৃত কনস্টেবল হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার সকালে, সিলেট পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা মাহিদুল ইসলাম। আজ বিকেলে তাকে আদালতে তোলার পর রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে এই মামলায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাশকে গ্রেপ্তার করার পর ৫ দিনের রিমান্ড নেয় পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভুইয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পিবিআই।
এর আগে রায়হান হত্যাকান্ডে বন্দর বাজার ফাড়ির ইনচার্জ সহ ৫জনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর (রবিবার) ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে বিকেলে পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে।
পরিবার দাবি করে, সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান।