সাতক্ষীরায় রিজেন্টের সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আজ আদালতে অভিযোগপত্র দাখিল হচ্ছে।
সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিলের কথা রয়েছে। এ মামলায় শুরুতে অজ্ঞাত তিনজনের নামে মামলা হলেও শুধুমাত্র সাহেদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল হচ্ছে। গত ১৫ই জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।