করোনাভাইরাস আক্রান্ত প্যাথলজিস্টের ভুয়া স্বাক্ষর দেওয়ার অপরাধে ডক্টরস ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১২টায় ঠনঠনিয়ায় অবস্থিত ডক্টরস ক্লিনিকের ২ নম্বর ইউনিটে ওই অভিযান পরিচালনা করা হয়।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এবং রোমানা রিয়াজ। এ সময় বগুড়ার সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন গণমাধ্যমকর্মীদের জানান, ডক্টরস ক্লিনিকে দুজন প্যাথলজিস্ট ছিলেন। তাদের মধ্যে একজন গত ১ আগস্ট থেকে চাকরি ছেড়েছেন। অপরজন ডা. এ কে এম রওনক হোসেন চৌধুরী একাই কাজ করে আসছিলেন।
গত ১৬ আগস্ট থেকে তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে হোম আইসোলেশনে আছেন। কিন্তু তিনি অনুপস্থিত থাকলেও প্যাথলজি বিভাগের সকল রিপোর্টে তার নাম এবং স্বাক্ষর ব্যবহার করা হচ্ছিল। এটি রোগীদের সঙ্গে প্রতারণা। এই অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।