ads
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

রিয়ালের দাপুটে জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৫ বার পঠিত

ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ফেদে ভালভেরদের গোলে রিয়ালের লিডে সমতা টানেন বার্সার আনসু ফাতি। বিরতির পর রিয়াল আরো দুইবার বার্সার জালে বল জড়ায়। এতে ১৩ বছর পর টানা দুই এল ক্লাসিকো জিতলো রিয়াল। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিডার বোর্ডের মাথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কাদিস আর শাখতারের বিপক্ষে রিয়ালের মন্থর শুরু চোখে লেগেছিলো সবার। সেই হতাশা ঝেড়ে ফেলে পঞ্চম মিনিটেই ক্যাম্প ন্যুতে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। বেনজেমার বুদ্ধিদীপ্ত যোগানে জালের ঠিকানায় বল পাঠান ফেদে ভালভেরদে।

তবে এই গোল খাওয়ার দায় এড়াতে পারবে না বার্সার দুই সেন্ট্রান ডিফেন্ডার জেরার্দ পিকে-ক্লেমোঁ লংলে। বেনজেমাকে বার্সেলোনার তিন ডিফেন্ডার ঘিরে রাখলেও চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এলেন না কেউ। সেই সুযোগটাই নিয়েছে রিয়াল আপফ্রন্ট।

রিয়ালের এগিয়ে যাওয়ার আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। তিন মিনিটি পরই পাল্টা জবাব বার্সেলোনার। জর্দি আলবার সেটাপে নয়া তারোকা আনসু ফাতির নিখুঁত ফিনিশ। বার্সেলোনার জার্সিতে ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের তেরোতম গোল, চলতি লা লিয়ায় চতুর্থ। আর ক্লাসিকোয় বার্সেলোনার ৪০০তম গোল।

আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। ক্যাম্প ন্যুতে ছিল রোমাঞ্চকর লড়াই। পরপর দুই মিনিটে উভয় পক্ষ দারুণ দুটি সুযোগ। মেসিকে ঠেকিয়েছেন রিয়াল কিপার থিবো কুর্তোয়া। কাউন্টার অ্যাটাকে নেতোকে একা পেয়েও ব্যর্থ কারিম বেনজেমা।

সেকেন্ড হাফে এক চেটিয়া বার্সেলোনা। গোলের এক জোড়া মোক্ষম সুযোগ হাত ছাড়া করেছেন ফাতি আর ফিলিপে কৌতিনিয়ো। আর এক দফায় সুযোগ হারিয়েছেন বেনজেমাও।

ম্যাচের ৬৩ মিনিটে লংলের লঘু পাপে বার্সেলোনার গুরু দণ্ড। খেলার গতির বিপরিতী পেনাল্টি পায় রিয়াল। ভিএআরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্কোর শিটে নাম তুলেছেন সের্হিও রামোস।

আগের কাজটা অনেক পরে করেছেন বার্সা কোচ কোমান। দশ মিনিট হাতে রেখে এক এক হালি প্লেয়ার পাল্টেছেন। তবে ম্যাচের গতি পাল্টাতে পারেননি। এক মিনিটের ব্যবধানের রিয়ালের দারুণ তিনটি সুযোগ নষ্ট করে দিয়েছেন কাতালান কিপার নেতো।

তবে ম্যাচের অন্তিমে এসে আর লিকা মদ্রিচকে আটকে রাখতে পারেননি নেতো। ২০০৭ সালের পর টানা দুইটা এক ক্লাসিকো জিতে বাড়ি ফিরেছে রিয়াল মাদ্রিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102