চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাশান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে লড়বে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে।
গ্রুপের প্রথম ম্যাচেই ইউরোপের সবচেয়ে সফল দল, রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটনের জন্ম দেয় ইউক্রেনের ক্লাবটি। যদিও সেই ম্যাচে তাদের খেলতে হয়েছিলো দলের নিয়মিত বেশ ক’জনকে ছাড়াই। ইনজুরি ও কোভিড আক্রান্ত হওয়ায় অন্তত ৫ জন নিয়মিত ফুটবলারকে পাবে না শাখতার। তবে রিয়ালকে হারিয়ে উড়তে থাকা ক্লাবটি চাইবে জয়ের মধ্যেই থাকতে। স্প্যানিশ জায়ান্টদেরকে হারানোর সুখস্মৃতি নিশ্চয়ই আত্মবিশ্বাসও জোগাবে তাদেরকে।
যদিও ইন্টারের বিপক্ষে তাদের রেকর্ড জানলে হয়তো সেই স্বপ্ন দেখা বাদ দিবে অনেকেই। দু’মাস আগেই ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতারকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিলো ইন্টার।
লিগে অবশ্য এবার সেই দাপটটা নেই মিলানের ক্লাবটির। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর, জেনোয়াকে হারায় নেরাজ্জুরিরা।
অবশ্য শাখতারের মত ইন্টারও কোভিডের জন্য মিস করবেন স্ক্রিনিয়ারসহ তিনজনের সার্ভিস। তবে ইনফর্ম রোমেলু লুকাকুর সঙ্গে লওতারো মার্তিনেজ-এরিকসন জ্বলে উঠলে চিন্তা করার কিছু নেই ইন্টার কোচ কন্তের।