নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে হামলার ঘটনায় গতকাল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিধূ ভ’ষণ চন্দ্র দাস বাদী হয়ে দশ জনকে নামীয়সহ অজ্ঞাতনামা১২ জনকে এ মামলায় আসামী করা হয়েছে।
জানাযায়, ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নারীসহ নয় জন আহত হয়। একপর্যায়ে গুলিবর্ষণ করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় রবিবার মন্দির কমিটির সভাপতি বিধূ ভ’ষণ চন্দ্র দাস বাদী হয়ে সাওঘাট গ্রামের হাজী শের আলী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আপেল মাহমুদ, নাজির হোসেন, আয়নাল হক, মিজান মিয়া ও প্রদীপ সরকারসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এদিকে মন্দিরে হামলার ঘটনায় রূপগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, রূপগঞ্জ উপজেলা হিন্দু কল্যাণ পরিষদ ও রূপগঞ্জ উপজেলা পুজা উদ্যাপন কমিটি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে।