কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ হাজার মানুষ এখনও খোলা আকাশের নিচে।
ঘটনার দুদিন পর অনেকে নিজ দায়িত্বে খুপড়ি তুলছেন। কেউ কেউ অপেক্ষা করছেন সহায়তার। তবে ক্ষতিগ্রস্তদের খাওয়া এবং ত্রাণ সামগ্রী দিচ্ছে বিভিন্ন সংস্থা।
এদিকে বুধবার (২৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা নাশকতা কিনা তা উড়িয়ে দেয়া যায়না। তাই পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার এ আগুনে অন্তত ১০ হাজার ঘর পুড়ে যায়। মারা যায় ১১ জন।